হরিপুর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, হরিপুর জোন, ঠাকুরগাঁও এর বিভিন্ন বহুমূর্খী গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প রয়েছে। গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ নিম্নরূপ:
০১। গভীর নলকুপের মাধ্যমে সেচ প্রদান।
০২। ভূ-পরিস্থ পানির সরবরাহ বৃদ্ধি ও সেচকাজে ব্যবহার।
০৩। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও জয়পুরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প।
০৪। সেচ এলাকা বর্ধিত করন ও উন্নয়ন প্রকল্প।
০৫। অচালু/অকেজো গভীর নলকুপ সচল করন প্রকল্প।
০৬। সেচের গভীর নলকুপ হতে খাবার পানি সরবরাহ প্রকল্প।